ঘরে বসেই আচিল চিরতরে দূর করুন।

 আঁচিল ত্বকের এক বিব্রতকর সমস্যা। মুখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এটি হতে পারে। ক্ষতিকর না হলেও এটি শারীরিক সৌন্দর্যের জন্য হানিকর। আবার একেবারে নিরীহও কিন্তু নয় এ আঁচিল। ক্যানসারের ভাইরাস লুকিয়ে থাকে এতে। তাই সচেতন হওয়া জরুরি। ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্ট চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ড. মো. কামরুল হাসান চৌধুরী আঁচিল দূর করার কিছু পরামর্শ দিয়েছেন।



পরামর্শ-১

কাঁচা গোল আলু আঁচিল দূর করার দারুণ এক প্রাকৃতিক উপাদান। সতেজ একটি কাঁচা আলু গোল গোল করে কাটুন। সেটি দিয়ে দিনে কয়েকবার আঁচিলের ওপর ঘষুন। ধীরে ধীরে দূর হয়ে যাবে।

আঁচিল দূরীকরণে আপেল সিডার ভিনেগার খুব কার্যকর।

পরামর্শ-২
আঁচিল দূরীকরণে আপেল সিডার ভিনেগার খুব কার্যকর। ভিনেগারে তুলো ভিজিয়ে আঁচিলের ওপর রেখে দিন। সারা রাত রাখবেন। ভিনেগারে থাকা অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেবে।


পরামর্শ-৩

ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে। আঁচিল দূর করার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন। সেই জেলি আঁচিলে লাগিয়ে রাখুন। কয়েক দিন এমন করলেই আঁচিল ঝরে যাবে।

আঁচিল দূর করার জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন।


পরামর্শ-৫
ত্বকের যত্নে রসুন খুব ভালো। রসুনের কয়েকটি কোয়া নিয়ে থেঁতলে নিন। তারপর তা আঁচিলের ওপর লাগিয়ে পরিষ্কার ফিতা দিয়ে বেঁধে রাখুন। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।










Next Post Previous Post
No Comment
Add Comment
comment url