তালোড়া পৌরসভার কিছু তথ্য।

 


তালোড়া পৌরসভা ২১/০৪/২০১১ইং তারিখে গেজেট আকারে প্রকাশিত হয় এবং এর আনুষ্ঠানিক কার্যক্রম ০২/০৬/২০১১ ইং তারিখে শুরু হয়। তালোড়া পৌরসভা নাগর নদের তীরে অবস্থিত এবং তালোড়া ইউনিয়ন পরিষদের অংশ বিশেষ নিয়ে গঠিত। নবগঠিত তালোড়া পৌরসভার স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য ১৪ জন কর্মচারী মন্ত্রণালয়ের অনুমোদন স্বাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং ০১ (এক) জন উপ-সহকারী প্রকৌশলী মন্ত্রণালয় থেকে নিয়োগ প্রদান করা হয়েছিল তৎকালীন সময় । পৌরসভা নাগর নদের তীরে অবস্থিত হওয়ায় বৃটিশ সরকারের আমল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং কলকারখানা স্থাপিত


হয়েছে। স্থাপিত কলকারখানার মধ্যে উল্লেখযোগ্য প্লাষ্টিক, এ্যালুমিনিয়াম, অটো ফ্লাওয়ার মিল, অটো রাইচ মিল, সাধারন রাইচ মিল স-মিলস , বিজ্ঞানাগারে পরীক্ষার কাজে ব্যবহৃত কাঁচের যন্ত্রাংশের প্রতিষ্ঠান সহ ছোটখাটো অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং এ সকল শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম বর্তমানেও চালু আছে। অবিভক্ত পাকিস্থানের তৎকালীন মাননীয় প্রধান মন্ত্রী মরহুম মোহাম্মদ আলী সাহেবের বাড়ী তালোড়া ইউনিয়ন সংলগ্ন আলতাফনগরে অবস্থিত। তাঁর অনুপ্রেরনার আলতাফনগর ও তালোড়া রেলওয়ে ষ্টেশন, হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বৃটিশ সরকারের আমল থেকে কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রন মারোয়াড়ীদের হাতে ছিল। স্বাধীনতার পরবর্তীতে পর্যায়ক্রমে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রন মুসলিমদের হাতে চলে আসে। তালোড়া বৃটিশ সরকারের আমল থেকে শিক্ষা, সাংস্কৃতি ও ব্যবসায়িক ক্ষেত্রে বগুড়া জেলার মধ্যে অগ্রগামী ছিল এবং বর্তমানেও এর ধারাবাহিকতা বজায় রয়েছে। তালোড়া পৌরসভার আর এক কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এ,বি,এম শাহ্জাহান তৎকালীন পাট ও বস্ত্র প্রতি-মন্ত্রী মহোদয়ের চেস্টায় তালোড়া সরকারী মহাবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তালেড়া পৌরসভার মোট এলাকা ০৯ বর্গ কিঃমিঃ, জনসংখ্যা প্রায় ২৫,০০০ পাকা রাস্তা ০৮ কিঃ মিঃ ,কাঁচা রাস্তা ২০ কিঃমিঃ, পাকা ড্রেন ০২ কিঃমিঃ, কাঁচা ড্রেন ০৩ কিঃমিঃ, ৮,০০০ মেট্রিকটনের ধারনকৃত খাদ্য গুদাম, গান্ধীজি ভিঁটা, বৃদ্ধাশ্রম, মাজার, বেসরকারী হাসপাতাল (তালোড়া স্বাস্থ্য সেবা কেন্দ্র) সহ বিভিন্ন অবকাঠামো রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url